সেবার তালিকা
১। বীজ উৎপাদকগনকে প্রয়োজনীয় সেবা প্রদান
২। বিভিন্ন বীজ ফসলের মাঠ চুড়ান্ত পরিদর্শনের ভিত্তিতে উৎপাদনকারীকে গ্রহীত জমির মাঠ প্রত্যয়নপত্র প্রদান
৩। প্রত্যয়নের আওতাধিন বীজ পরীক্ষা
৪। চাহিদা অনুযায়ী বিভিন্ন শ্রেনীর বীজের প্রত্যয়ন ট্যাগ সংগ্রহ, মজুদ ও বীজমান লিপিবদ্ধ করার পর বিতরনের ব্যবস্থা করা
৫। বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও বীজের দোকান হতে প্রাপ্ত বীজের নমুনা সংশ্লিষ্ট বীজ পরীক্ষাগারে প্রেরন
৬। মার্কেট মনিটরিং
৭। প্রস্তাবিত নতুন জাত ছাড়করণ ও নিবন্ধনের জন্য ফিল্ড ট্রায়াল প্লট স্থাপন এবং তদারকি করা
৮। প্রত্যয়ন বহির্ভূত বীজ নমুনা সংগ্রহ ও পরীক্ষা
৯। বীজ ডিলার ও কৃষকদের প্রশিক্ষণের আয়োজন করা এবং নতুন বীজ উৎপাদনকারী সৃজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস