উইং ৩টি : বীজ প্রত্যয়ন এজেন্সীতে ৩টি উইং রয়েছে-
ক) প্রশাসন ও অর্থ উইং
খ) মাঠ প্রশাসন, পরিকল্পনা ও মনিটরিং উইং
গ) সীড রেগুলেশন ও মান নিয়ন্ত্রণ উইং
কেন্দ্রীয় বীজপরীক্ষাগার: ১টি কেন্দ্রীয় বীজপরীক্ষাগার, ৭টি বিভাগে আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তার অধীনে ১টি করে মোট ৭টি আঞ্চলিক বীজ পরীক্ষাগার ও ২৫টি জেলায় জেলা বীজ প্রত্যয়ন অফিসারের কার্যালয়ে স্থাপিত ২৫টি মিনি বীজ পরীক্ষাগার আছে।
আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস : ৭ টি (ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা ও রংপুর)
জেলা বীজ প্রত্যয়ন অফিস : ৬৪ টি জেলা
কৃষি মন্ত্রণালয়, সম্প্রসারণ-১ শাখার পত্র নং-১২.০৫২.০২৮.০০.০০.০০১.২০১০(অংশ-২)-১০৪৮, তারিখ ০৩ জুন, ২০১৪ খ্রি: মোতাবেক অনুমোদিত নতুন সাংগঠনিক কাঠামো (REVISIT) অনুযায়ী বীজ প্রত্যয়ন এজেন্সীর ০৭টি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস ও বীজ পরীক্ষাগারের নাম এবং আওতাধীন ৬৪টি জেলা সমূহ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS